
পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। পলিথিন উৎপাদনের ক্ষেত্রে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার। তিনি বলেন, ‘এ পর্যন্ত সারাদেশে ১৬৬টি মনিটরিং টিম কাজ করছে।’
এ পর্যন্ত ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব তপন কুমার।
এ ছাড়া ৪০ হাজার ৬০৮ কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পলিথিন ব্যাগ ব্যবহারের বিকল্প নিয়ে কাজ চলছে।’
আরও পড়ুন: