রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মুচলেকা দিয়ে মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ২৩:০৪

আপডেট: ১ ডিসেম্বর, ২০২৪ ১০:১৯

শেয়ার

মুচলেকা দিয়ে মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ
মুন্নী সাহা। ছবি: সংগৃহীত

শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করে পুলিশ। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, কাওরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে মুন্নী সাহা সবজি কেনার সময় জনতার তোপের মুখে পড়েন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেয়া হয়। তবে গ্রেফতারের তিন ঘণ্টা পর তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

banner close
banner close