বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
সোমবার ভারতের আগরতলায় বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা চালায়। এ ঘটনার পর আজ প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গণমাধ্যমকে প্রণয় ভার্মা বলেন, 'ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।'
দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই।'
ভার্মা জানান, বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে ইতিবাচক অনেক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন 'আমরা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যোগাযোগ স্থাপন করতে আগ্রহী,'।
আরও পড়ুন: