রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জাতীয় ঐক্যের বিষয়ে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:১৯

শেয়ার

জাতীয় ঐক্যের বিষয়ে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য পুনর্নিশ্চিত করার পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, আজ বিকেল ৪টার দিকে এ বৈঠক শুরু হতে পারে।

গতকাল বুধবার অধ্যাপক ইউনূস বলেছেন, কোনো শক্তিই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতি নষ্ট করতে বা জাতিকে কষ্টার্জিত স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারবে না।

রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, ‘জাতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং এটি অটল থাকবে। কেউ আমাদের ঐক্য ভাঙতে পারবে না বা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।’

জনগণের মধ্যে ভিন্ন মতামতের উপস্থিতি স্বীকার করে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতির সম্মিলিত ঐক্যের বিষয়ে কোনো বিভেদ নেই।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অধ্যাপক ইউনূস জাতি পুনর্গঠনে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ডেকেছিলেন।’

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক ভুল তথ্য প্রচারণার বিরুদ্ধে নাগরিক সমাজ, প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সোচ্চার হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব।

banner close
banner close