সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলতরত শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রেলপথ অবরোধ করেন তারা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।
আটকে যাওয়া ট্রেনের লোকোমাস্টার লতিফ বলেন, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসে। এ সময় ট্রেনের গতিসীমা ছিলো ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে মহাখালী রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই।’
আরও পড়ুন: