রবিবার

২৩ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৪ শা’বান, ১৪৪৬

সাভারে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:১৮

শেয়ার

সাভারে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সাভারে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে দুইটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেমায়েতপুরের বসুন্ধরা গার্মেন্টস ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলসের পোশাক শ্রমিকরা। প্রায় তিন ঘণ্টা পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে যান শ্রমিকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন।

অপর দিকে বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করেন স্থানীয় ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা।

সাভারের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, এখন পর্যন্ত গত জানুয়ারি মাসের বেতন পাননি কারখানায় কর্মরত কয়েকশ শ্রমিক। একইসঙ্গে ওভারটাইমের টাকাও দেননি কারখানা কর্তৃপক্ষ। ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত কারখানার কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করেনি। বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

অন্যদিকে আশুলিয়ার ছেইন অ্যাপারেলসের পোশাক শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই কয়েকদিন ধরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ রেখেছে। বকেয়া পাওনা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে সড়কে অবস্থান নেন তারা।

শিল্প পুলিশ জানায়, কারখানা দুটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করার আশ্বাসে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছেন। বর্তমানে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক আছে।