শুক্রবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
,

রামপুরায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

রামপুরায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় রমজান বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয় এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে আলী হোসেনের।

নিহত ব্যক্তি খিলগাঁও তালতলা মাটির মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার। তার বাড়ি পিরোজপুর জেলার সদর থানার কুমিরমারা গ্রামে।

হাসপাতালে নিয়ে আসা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা বলেন, ‘মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রমজান পরিবহন ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে, তারাও এসেছেন।’