রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১৩:৫৮

শেয়ার

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান।

স্থানীয় সময় মঙ্গলবার ভিয়েনায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কার্যালয় হফবার্গ প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

ভিয়েনার বাংলাদেশ মিশন জানায়, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত তৌফিক হাসান। রাষ্ট্রদূত প্রেসিডেন্টর কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে অস্ট্রিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করার পর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক মত বিনিময় হয়।

 

 

banner close
banner close