
এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে ইসি ভবনের সামনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা দাবি করেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না।
তারা বলেন, ১৩ কোটি ভোটারের তথ্য ২৫টি ধাপে সুরক্ষিত আছে কমিশনে। ভোটারদের অনুমতি ছাড়া এ তথ্য কোনও প্রতিষ্ঠানকে হস্তান্তর গ্রহণযোগ্য হবে না।
নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে বলেও উল্লেখ করেন বক্তারা। আগামী মঙ্গলবারের মধ্যে ২০২৩ সালের আইন বাতিল না হলে সারাদেশে কমিশনের কার্যালয়গুলোতে চার ঘণ্টার কর্মবিরতির ঘোষণাও দেয়া হয়।
আরও পড়ুন: