
হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়েছে বামপন্থী ৮টি সংগঠন। এ সংগঠনগুলোকে রাজপথ থেকে প্রতিহতের ঘোষণা দিয়ে শহিদ মিনার অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে ‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘ল তে লাকী আক্তার তুই হাসিনা তুই হাসিনা’,’ শাহবাগীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: