রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স
গ্যারি চার্লস পিটার্স। ছবি: সংগৃহীত

ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। সোমবার দিবাগত রাতে সিনেটর পিটার্সের ঢাকায় আসার কথা।

কূটনৈতিক সূত্রে জানা যায়, এক দিনের ঢাকা সফরে সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সিনেটর পিটার্স সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স।

গ্যারি চার্লস পিটার্স যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর হলেও দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সফর শেষে মঙ্গলবারই তিনি ঢাকা ছাড়বেন বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই মাসে প্রথম বাংলাদেশ সফর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন।

 

banner close
banner close