রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রাজধানীতে নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫ ১০:৩০

শেয়ার

রাজধানীতে নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, ‘মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক অভিযোগ করেছেন তিনি সোমবার রাতে পল্লবী থানার বারনটেকের গ্রিন সিটি এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে হামিদুর রহমান ও এনামুল হক নামে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুইজন ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন।’

ওসি নজরুল ইসলাম জানান, ‘অভিযোগের পর ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওসিসিতে পাঠানো হয়েছে। এ ছাড়া, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

banner close
banner close