শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে নারী নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ০৪:৫৪

আপডেট: ২২ মার্চ, ২০২৫ ০৫:২৭

শেয়ার

ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে নারী নেত্রীসহ আটক ৩
আওয়ামী লীগের মিছিল থেকে নারী নেত্রীসহ আটক ৩।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টকালে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা।

আটক তিনজন হলেন- লাবনী চৌধুরী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)। এর মধ্যে লাবনী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য। বাকিদের দলীয় পদবি জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার ইফতারের পরপরই ধানমন্ডি ২৭ নম্বর রাস্তায় আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেয়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম রেজা বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের ২০-৩০ জনের একটা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপির লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 
banner close
banner close