শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

প্রফেসর ইউনূসের চিন সফরে বাগড়া দিতে মাঠে নেমেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা: পিনাকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

প্রফেসর ইউনূসের চিন সফরে বাগড়া দিতে মাঠে নেমেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা: পিনাকী
প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন,
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটা অন্যতম কারণ প্রফেসর ইউনুসের চিন সফরে বাগড়া দেয়া। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, তার সব এস্টাব্লিশমেন্টকে মাঠে নামাইছে।

আজ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি আরো মন্তব্য করেছেন, প্রফেসর ইউনূস চিন সফরে যাওয়ার পরে সব ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের সাথে চিনের সম্পর্ক স্থাপনকে বাধা দিলে ভারতের লাভ কারণ বাংলাদেশের পাশে শক্তিশালী চিন থাকলে হাসিনার ভা..তার জয় বাংলা হবে।

পিনাকী আরো লেখেন, দাতে দাত চিপে কয়েকদিন অপেক্ষা করেন। শ্বাপদেরা আখেরি সময়ে ভয়ংকরই হয়।

banner close
banner close