শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১২:১৯

শেয়ার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. হাফিজুর রহমান (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কয়েদি হাফিজুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শরীফ জানান, আজ সকালের দিকে কয়েদি হাফিজুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর সকাল ৮টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাফিজুর রহমানের কয়েদি নম্বর ৫৯৮/এ। তিনি সাতক্ষীরার কলারোয়া থানার বৈদ্বপুর গ্রামের মো. আলিম উদ্দিন শেখের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

banner close
banner close