
কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় আসন্ন ৯ দিনের ঈদের ছুটিতে সারা দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি আমরাও সর্বোচ্চ সতর্ক রয়েছি।’
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল অবস্থা বিদ্যমান থাকবে।’
সচিব জোর দিয়ে বলেন, ‘দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা যথারীতি কার্যকর রয়েছে। অতিরিক্তভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।’
এদিকে ঈদকে সামনে রেখে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।
আরও পড়ুন: