শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

স্টেশনে যাত্রীদের পদচারণা কম, সব ট্রেন ঢাকা ছাড়ছে নির্ধারিত সময়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ১১:৪৪

শেয়ার

স্টেশনে যাত্রীদের পদচারণা কম, সব ট্রেন ঢাকা ছাড়ছে নির্ধারিত সময়ে
ছবি: সংগৃহীত

স্টেশন এলাকায় যাত্রীদের পদচারণা কম। গুটি কয়েক যাত্রী অপেক্ষা করছেন প্ল্যাটফর্মের বসার জায়গায়, যাদের গন্তব্যের ট্রেন ছাড়ার সময় এখনো হয়নি। কিন্তু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে প্লাটফর্মে অপেক্ষা করছেন এমন যাত্রীও নেই, কারণ এখন পর্যন্ত সব ট্রেন ঢাকা ছেড়েছে নির্ধারিত সময়ে।

মঙ্গলবার সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পার্কিং এরিয়ায় সড়কপথের যানবাহন থেকে নেমে ট্রেনের যাত্রীরা হেঁটে প্লাটফর্ম এলাকায় প্রবেশ করছেন। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের তিন দফা চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। চেকিং গেটগুলোতে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করছেন স্কাউট সদস্যরা।

প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের পর দেখা গেছে, ট্রেন বিলম্ব হয়েছে এমন কারণে কোনো যাত্রী স্টেশনে নেই। কারণ প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বর্তমানে যেসব যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন তাদের ট্রেন ছাড়ার সময় এখনো হয়নি। ফলে প্ল্যাটফর্ম এলাকায় যাত্রী ভিড় খুবই কম।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ঢাকা স্টেশন ছেড়েছে।’

banner close
banner close