শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

দ্রুততম সময়ে সরকারকে ৯ বিষয়ে মতামত দেবে ইসি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ১৫:০৩

শেয়ার

দ্রুততম সময়ে সরকারকে ৯ বিষয়ে মতামত দেবে ইসি: ইসি সচিব
ছবি: সংগৃহীত

সরকারের চাওয়া অনুযায়ী ৯টি বিষয়ের ওপর দ্রুততম সময়ের মধ্যে মতামত দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সরকারের পক্ষ থেকে চাওয়া ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার, সিইসি ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব আখতার আহমেদ বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনি অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।’

তিনি বলেন, ‘এই ৯টি বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা ও প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করবো। তবে এই মুহূর্তে কি কি সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারবো না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে সচিব বলেন, ‘নির্বাচনে প্রভাব পড়বে কিনা তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সব কাজ শেষ করবো।’

 

banner close
banner close