শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করে যা বললেন আবরার ফাহাদের মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করে যা বললেন আবরার ফাহাদের মা
আবরার ফাহাদের মা। ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজনকে স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পদক প্রদান অনুষ্ঠানে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন পদক গ্রহণ করেন। পদক গ্রহণ করে তিনি বলেন, ‘আজ প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে।

যাদের কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। তাদেরসহ গত ১৫ বছরে জালিম সরকারের হাতে মৃত্যুবরণ করা সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক। এখনো যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আবরার ফাহাদকে এই পদক প্রদানের জন্য যারা কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, ‘আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না। বরং দিনের পর দিন বাংলাদেশের স্বার্থে কথা বলা প্রত্যেকের। সব শেষে আমার একটাই চাওয়া দেশের কথা বলায় এ রকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়।’

banner close
banner close