বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সেনাবাহিনীতে ‘ক্যু’ নিয়ে ইন্ডিয়া টুডের খবর মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ২০:৫৪

শেয়ার

সেনাবাহিনীতে ‘ক্যু’ নিয়ে ইন্ডিয়া টুডের খবর মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর
সেনাবাহিনীতে ‘ক্যু’ নিয়ে ইন্ডিয়া টুডের খবর মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর।

বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীসামরিক ক্যু সম্ভাবনা নিয়ে ভারতীয় সাংবাদমাধ্যমের খবরের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) খবরে প্রকাশিত তথ্যমিথ্যা বানোয়াটবলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

ভারতীয় সাংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিবৃতিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে কোনো জরুরি বৈঠকের আয়োজন করা হয়নি। যেটি অনুষ্ঠিত হয়েছে, সেটি একটি নিয়মিত বৈঠক ছিল। কিন্তু নিয়মিত বৈঠককেজরুরিহিসেবে বর্ণনা করে বিশ্বাসযোগ্য কোনো সূত্র বা প্রমাণ ছাড়াই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ফলে খবরটিকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তারা।

এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় গণমাধ্যমটিকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার অঙ্গীকারে অবিচল। গণতন্ত্র শান্তির নীতি সমুন্নত রাখার কাজে বাহিনীটি প্রচেষ্টা অব্যাহত রাখবে।

banner close
banner close