
বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী ‘সামরিক ক্যু’র সম্ভাবনা নিয়ে ভারতীয় সাংবাদমাধ্যমের খবরের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবরে প্রকাশিত তথ্য ‘মিথ্যা ও বানোয়াট’ বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।
ভারতীয় সাংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে সম্প্রতি ‘প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিবৃতিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে কোনো জরুরি বৈঠকের আয়োজন করা হয়নি। যেটি অনুষ্ঠিত হয়েছে, সেটি একটি নিয়মিত বৈঠক ছিল। কিন্তু নিয়মিত বৈঠককে ‘জরুরি’ হিসেবে বর্ণনা করে বিশ্বাসযোগ্য কোনো সূত্র বা প্রমাণ ছাড়াই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
ফলে খবরটিকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তারা।
এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় গণমাধ্যমটিকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার অঙ্গীকারে অবিচল। গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখার কাজে বাহিনীটি প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আরও পড়ুন: