বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

পিলখানার সীমান্ত গৌরবে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ১২:৩৬

শেয়ার

পিলখানার সীমান্ত গৌরবে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ সকালে পিলখানাস্থ বিজিবি সদর দফতরসহ সারাদেশে বিজিবির সব ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

banner close
banner close