
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন আজ । অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আট মাসের মাথায় এটি ড. ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। এতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৫৭ জন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
পররাষ্ট্র সচিব জানান, এ সফরে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
তিনি বলেন, ‘চীনের গ্রেট হলে প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’
সচিব বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে পানি সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সহায়তা ও গণমাধ্যমবিষয়ক সহযোগিতা।’
এদিকে চীন সফর শেষে দেশে ফিরে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: