সোমবার
15:10:16

৩১ মার্চ, ২০২৫
১৭ চৈত্র, ১৪৩১
,

লাগাম ছাড়া আড়ংয়ের পোশাকের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫ ০৮:১১

আপডেট: ২৭ মার্চ, ২০২৫ ০৮:৫৯

শেয়ার

লাগাম ছাড়া আড়ংয়ের পোশাকের দাম
মধ্যবিত্তের ব্র্যান্ড আড়ং এখন উচ্চবিত্তেরও ভয়ের কারণ।

মধ্যবিত্তের ব্র্যান্ড আড়ং এখন উচ্চবিত্তেরও ভয়ের কারণ। শাড়ির দাম ৬৫ হাজার, শার্টের দাম ৫ হাজারের বেশি এবং পাঞ্জাবির দাম ১৪ থেকে ১৫ হাজার টাকা। আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড রালফ লরেনের থেকেও বেশি দাম আড়ংয়ে।

পোশাকের দাম বেশি হলেও ক্ষেত্র ভেদে কম টাকার পণ্যও পাওয়া যায় আড়ংয়ে। এছাড়া দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বস্ততার শীর্ষের রয়েছে আড়ংয়ের পোশাক। পাশাপাশি একই ছাদের নিচে ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে খাবার, পোশাক সব কিছু পাওয়ায় খুশি ক্রেতারা। তবে সুযোগ সুবিধার সঙ্গে দামের ভারসাম্য নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

আড়ংয়ের পোশাকের গুন-মান নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। তবে স্বনামধন্য এই পোশাক ব্র্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিলো একই পোশাকের সাইজ ভেদে দামের ভিন্নতা। এবারও একই পোশাকে সাইজের হিসেবে দাম বেশি রাখার অভিযোগ উঠেছে আড়ংয়ের বিরুদ্ধে।

শুধু সাইজ ভেদে দাম বেশি রাখা হচ্ছে এমন না। নিজেদের উদপাদিত পণ্যের কথা বলে ইচ্ছে মতো দামের ট্যাগ লাগিয়ে রেখেছে পোশাক ব্র্যান্ডটি। আড়ংয়ের পোশাকে অতিরিক্ত দাম নিয়ে অনেক ক্রেতাই হতবাক। আবার পোশাকের অতিরিক্ত দাম নেয়াকে অনেকেই ক্রেতাদের উপর জুলুম মনে করছেন।

অতিরিক্ত দাম নেয়ায় আড়ংয়ের আউটলেটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের অভিযানে একটি শাড়ির দাম ৬৫ হাজার টাকা দেখতে পান তারা। তবে কি কারণে এতো দাম রাখা হচ্ছে সে বিষয়ে কোনো কাগজ পত্র দেখাতে পারেনি আড়ং কতৃপক্ষ।

পোশাকের গায়ে দামের ট্যাগ লাগানো থাকলেও পোশাক উদপাদনের খরচ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি আড়ং। যে শাড়ির দাম ৬৫ হাজার টাকা সেই শাড়ির উদপাদন খরচ কতো? উদপাদন খচরের বাদ দিয়ে একটি পোশাকে কত টাকা বেশি দাম রাখছে আড়ং, সে বিষয়ে স্পষ্ট তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

বিস্তারিত https://www.youtube.com/watch?v=0h7Nh85SHnI

 

banner close
banner close