বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

রাজধানী বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ১২:৩৬

শেয়ার

রাজধানী বনানীতে বাস উল্টে ৪২ জন আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪২ জন আহতের খবর পাওয়া গেছে।  শুক্রবার ভোরে পোশাক শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পরিস্থান পরিবহনের ওই বাসটি উল্টে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। এদিকে এ দুর্ঘটনার কারণে সকাল থেকে বনানী সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

ওসি রাসেল সারোয়ার বলেন, ‘পরিস্থান পরিবহনের একটি বাস ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত পোশাক শ্রমিকদের আনা-নেওয়া করত। ভোরে শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুরে যাচ্ছিল। এর মধ্যে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। তবে ৬ জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ গার্মেন্টস মালিক পক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে বলে জানান তিনি।

banner close
banner close