বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

থাইল্যান্ডে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ১৮:০০

শেয়ার

থাইল্যান্ডে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
থাইল্যান্ডে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক।

থাইল্যান্ডে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে না। শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে। সূচিতে ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা-এর সঙ্গে বৈঠকের কথা বলা হলেও, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কোনো উল্লেখ নেই।   

এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, তারা ভারতের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছেন এবং তাদের আশা, যদি বৈঠক হয়, তবে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবিরতা কাটাতে সহায়ক হতে পারে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ড. ইউনূস-এর সঙ্গে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। তবে, ভারতীয় সূত্র জানাচ্ছে যে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত বৈঠকের সম্ভাবনা কম।  

banner close
banner close