বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

বিশ্ববিদ্যালয় শুধু শেখার নয়, স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১৫:২৪

শেয়ার

বিশ্ববিদ্যালয় শুধু শেখার নয়, স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। স্বপ্ন দেখতে পারাটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তাই বিশ্বকে বদলে দিতে ও বড় কিছু করার জন্য শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে।’

শনিবার চীনের বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের বলেন, ‘আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনো ঘটবে না।’

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেয়ার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল।’

কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

 

banner close
banner close