
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ দিন সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো; সারা পৃথিবীতে ঈদ হচ্ছে সে হিসেবে আমরাও পালন করছি।
এদিকে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদ্যাপন নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত থাকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদ্যাপন হলেও, এবারের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন: