বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫ ১৬:২০

শেয়ার

ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে কাউন্টারবিহীন বাসগুলোতে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। ৩৫০ টাকার ভাড়া ৪০০ কিংবা ৪৫০ টাকা করে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদযাত্রার শেষ দিনে ভাড়া বাড়ানোর কারণে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

রোববার সরেজমিনে মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে।

বেসরকারি চাকরিজীবী মোসাদ্দেক হোসেন বলেন, ‘রেগুলার সময়ে ময়মনসিংহের ভাড়া ৩৫০ টাকা কিন্তু ঈদ উপলক্ষ্যে ৪০০ টাকা চাওয়া হচ্ছে। কেউ কেউ ৪৫০ টাকাও দাবি করছে। সঠিক ভাড়া কেউই রাখছে না।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফয়সাল মাহমুদ বলেন, ‘মহাখালী থেকে টাঙ্গাইলের ধনবাড়ী পর্যন্ত ভাড়া ৩৫০ টাকা ছিল কিন্তু আজ ৪০০ টাকা চাওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে বাড়তি ভাড়ার অভিযোগ বেশিরভাগই কাউন্টারবিহীন বাস সার্ভিসগুলোর ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে- শ্যামলী বাংলা পরিবহন, সৌখিন পরিবহন, রাজীব পরিবহন এবং ইসলাম পরিবহন।

 

banner close
banner close