
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
সাক্ষাতকালে সেনাপ্রধান আসন্ন ঈদুল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। পাশাপাশি সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও ড. ইউনূসকে অবহিত করেন।
এ ছাড়া, গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং নিহতের পরিবার ও আহতদের পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতার বিষয়েও জানানো হয়।
আএ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন: