বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ঢাকায় নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫ ১৮:১৬

শেয়ার

ঢাকায় নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। জনগণকে নিয়ে যেকোনো নাশকতা প্রতিরোধ করা হবে।’

রোববার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের একটি দলের নেতা-কর্মীরা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

এ সময় অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

banner close
banner close