বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫ ১৮:০১

শেয়ার

গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘পুলিশ র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেয়া ছিল।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সাথে ঈদ শুভেচ্ছে বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে। তাদের মধ্যে কাউকে কাউকে ভারতের জেলেও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘গুমের সঠিক কোনো হিসেব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামায়াতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।’

শেখ হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তথ্য উপদেষ্টা।

banner close
banner close