বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১৩:০৮

শেয়ার

চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। তখন এ হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্যা নিউইয়র্ক টাইমস’ -এ ‘অ্যাজ বাংলাদেশ রিইনভেন্ট ইটসেলফ, ইসলামিস্ট হার্ড-লাইনারস সি অ্যান ওপেনিং’ বা বাংলাদেশের নতুন পরিস্থিতিকে কট্টর ইসলামপন্থীরা মতাদর্শ কায়েমের সুযোগ হিসেবে দেখছে— এমন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম সমালোচনা করতে গিয়ে এমন হুঁশিয়ারি দেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেনো মাথাচাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রতিবদ্ধ অন্তবর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয়, তাহলে অবশ্যই হার্ডলাইনে যাওয়া হবে।’ 

এ সময় নির্বাচনের মাধ্যমে সরকার গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম।

 

banner close
banner close