বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

অস্ট্রেলিয়ায় বাংলা‌দে‌শের নব-নিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১৪:১৮

শেয়ার

অস্ট্রেলিয়ায় বাংলা‌দে‌শের নব-নিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার বাংলাদেশের নবনিযুক্ত হাইক‌মিশনার তার পরিচয়পত্র পেশ ক‌রেন।

বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, পরিচয়পত্র পেশ শেষে তারা সংক্ষিপ্ত একান্ত আলোচনায় মিলিত হন, যেখানে দুইদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলী নিয়ে আলোচনা হয়।  

গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

banner close
banner close