রবিবার

৬ এপ্রিল, ২০২৫
২৩ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫ ১৯:০৮

শেয়ার

রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়
বছরের প্রথম কালবৈশাখী ঝড়।

বেশ কিছু দিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরম পড়ছে। দেশের কিছু কিছু জেলায় বইছে মৃদু তাপপ্রবাহও।
 
এ পরিস্থিতিতে শনিবার (৫ এপ্রিল)  সন্ধায় ঢাকার আকাশ মেঘে ছেয়ে যায়। বিভিন্ন স্থানে বৃষ্টির সাথে দেখা যায় বছরের প্রথম কিছুটা কালবৈশাখী ঝড়ের প্রভাব। তীব্র গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তির কথা জানিয়েছেন কেউ কেউ। 

এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

banner close
banner close