
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করার পর বাণিজ্য ঘাটতি কমানোর উপায় হিসেবে আমদানি বৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি।
এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করার প্রেক্ষিতে আমাদের আজকের সভা হয়েছে। এখানে উপদেষ্টা পরিষদসহ অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। নতুন এই অবস্থায় বাণিজ্য ঘাটতি হ্রাস করার ক্ষেত্রে আমরা আমদানি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছি। শুল্ক ছাড়াও আমাদের বাণিজ্যের বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে। সেগুলো অপসারণ করলে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করি।
ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া এসকল প্রতিযোগী দেশগুলোর সাথে আমাদের পণ্য অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। তাই এক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা নয়, বরং সম্ভাবনার দুয়ারও খুলে দিতে পারে বলে আশাবাদী।
এছাড়া, প্রধান উপদেষ্টা সরাসরি এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেন, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা এখনো যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে নিবিড় আলোচনায় আছি। দু-একদিন এই আলোচনা চলবে। আমরা তাদের থেকে ইতিবাচক সাড়া পাবো বলে ধারণা করছি।
আরও পড়ুন: