বুধবার

৯ এপ্রিল, ২০২৫
২৬ চৈত্র, ১৪৩১
১১ শাওয়াল, ১৪৪৬

দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায়
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ আভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশে আংশিক মেঘলা অবস্থা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ। যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

 

banner close
banner close