
রোমের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযযাপিত হয়েছে। এতে ইতালির গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং রোমে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, কাভালিয়েরি হোটেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রদূত রকিবুল হক ও দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে আসা অতিথিদের সাদর অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে রোমের মেয়রের পক্ষ থেকে পাঠানো বক্তব্য পাঠ করে শোনানো হয়। মেয়রের বাণীতে রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয় উঠে আসে। তিনি সমাজে প্রবাসী বাংলাদেশিদের আরও গভীরভাবে একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, আজ বাংলাদেশ স্বাধীন বলেই রোমের মতো ঐতিহ্যবাহী রাজধানীতে নিজের পতাকা উত্তোলন করা, জাতীয় সংগীত বাজানো ও স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হয়েছে। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক ও সক্ষমতার বিষয় উল্লেখ করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে আরও বলেন, ‘বাংলাদেশ দূতাবাস বিভিন্ন খাতে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
প্রবাসী বাংলাদেশিদের পরিশ্রম ও নিষ্ঠা ইতালিতে বাংলাদেশের মর্যাদা আরও সুসংহত করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অপরিসীম অবদানের ভূয়সী প্রশংসা করে দূতাবাসের বিভিন্ন উদ্যোগে তাদের সাহায্য কামনা করেন।
দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। তবে তখন পবিত্র রমজান মাস থাকায় দূতাবাস এই রিসেপশনটি পরে আয়োজন করে।
আরও পড়ুন: