শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১১:৩১

আপডেট: ১১ এপ্রিল, ২০২৫ ১২:৪৯

শেয়ার

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র‌্যালি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে একাত্মতা ঘোষণা করে ‘রাইড ফর প্যালেস্টাইন’ স্লোগানে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি মোটরসাইকেল, স্কুটি, বাইসাইকেল ও গাড়ি র‌্যালি হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও ধানমন্ডি-৩২ হয়ে সংসদ ভবনে এসে শেষ হয়েছে।

বাংলাদেশ ভেসপা কমিউনিটির এডমিন দিদারুল ইসলাম সুজন বলেন, ‘ফিলিস্তিনির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য র‌্যালিটি করা হচ্ছে। র‌্যালিতে স্কুটার, ভেসপা, মোটরসাইকেল, বাইসাইকেল ও গাড়ি মিলে ৫ হাজারের মতো হবে। মানুষ আরেকটু বেশি হবে, পথে পথে যোগ দেবে। আমরা কোনো ব্যানারে করছি না। বাংলাদেশের যত টু হুইলার্স গ্রুপ, ফোর হুইলার্স গ্রুপ আছে, সবাই মিলে জয়েন্ট করেছি।'

মিছিলে অংশ নেয়া রাইডাররা জানান, ‘রাইড ফর প্যালেস্টাইন মানবতার জন্য আজকে এক হওয়া। জাতি, ধর্ম, শ্রেণি নির্বিশেষে আমরা যারা সাইক্লিং, মোটর সাইক্লিং, স্কুটার বা গাড়ি চালাই তাদের সবাই এক হওয়াই মূল উদ্দেশ্য।’

 

 

banner close
banner close