শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

নাসার সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১৪:১০

শেয়ার

নাসার সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এই বিবৃতিতে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী ৫৪তম দেশ হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক জোটের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক বাংলাদেশ। টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনায় সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রসহ আরও ৫২টি দেশের সঙ্গে নীতিমালাগুলোকে সমর্থন জানায়।

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরের সম্পর্কের বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব বজায় রেখেছে। দেশ দুটো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা অব্যাহত রাখায় প্রত্যাশী।

banner close
banner close