
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় শনিবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি জানিয়েছে, সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশের অতিরিক্ত সদস্যরা।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। দর্শনার্থীদের তল্লাশি করে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মাঠে রয়েছে ডিবি ও র্যাব সদস্যরাও। কর্মসূচি ঘিরে সাদা পোশাকে পুলিশের একাধিক দল গোয়েন্দা নজরদারি চালাচ্ছে।
সার্বিকভাবে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন: