শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি-শরবত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫ ১৩:৪৩

শেয়ার

সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি-শরবত 
ছবি: সংগৃহীত

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমের মধ্যে সমাবেশে আসা লোকদের স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের একটু পাশেই ট্রাকে করে পানি ও শরবত এনেছে সংগঠনটি। মাইকে করে সবাইকে ডাকছে শরবত পান করার জন্য। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই শরবত পান করছেন।

সমাবেশে আসা মিজান আহমেদ নামে একজন বলেন, ‘ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে আমরা এখানে এসেছি। তবে যেহেতু কড়া রোদ পড়ছে, তৃষ্ণাও পাচ্ছে। তাই বিনামূল্যের এই শরবত খেলাম। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ।’

তাওহীদ ফাউন্ডেশনের এক কর্মী বলেন, ‘সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এ সামান্য আয়োজন। তাছাড়া আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুক।’

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

banner close
banner close