
ছবি: সংগৃহীত
দুইদিন বিরতির পর আবারো দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিবলয়। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, বিডব্লিউওটি।
রোববার বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটি জানায়, গত দুইদিন বিরতির পর রোববার থেকে বৃষ্টিবলয় আবারো দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে। এর ফলে রোববার থেকে আবারো দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয় আগামী ১৭ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত দেশের ওপর সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে।
আরও পড়ুন: