মঙ্গলবার

১৫ এপ্রিল, ২০২৫
১ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

নববর্ষ ঘিরে নিরাপত্তায় কোনো সমস্যা হবে না: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ১২:৩৯

শেয়ার

নববর্ষ ঘিরে নিরাপত্তায় কোনো সমস্যা হবে না: র‍্যাব মহাপরিচালক
ছবি: সংগৃহীত

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ অনুষ্ঠানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘জেলা-উপজেলা ও গ্রাম পর্যায়েও বাংলা নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে। যাতে সুন্দরভাবে সব জায়গায় এ অনুষ্ঠানটি করা সম্ভব হয়।’

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছিল। পূজা হবে কিনা সেটা নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে। খুব সুন্দরভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হয়।’

এরপর বিজয় দিবস, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনসহ যতগুলো অনুষ্ঠান হয়েছে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।

banner close
banner close