
যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার ৯ এপ্রিল ভার্চুয়ালি মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে ঢাকার কর্মপরিকল্পনা বিষয়ে জানাতে অনুরোধ করেছে ট্রাম্প প্রশাসন।
ভার্চ্যুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করার আগের দিন ইউএসটিআরের সঙ্গে ঢাকার বৈঠকটি হয়েছে। সেখানে অশুল্ক বাধা সব দূর করার চেষ্টার বিষয়টি তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপরও পাল্টা শুল্ক বা রেসিপ্রোক্যাল ট্যারিফ আরোপ করেছিলেন। অনেক দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছিল। পাশাপাশি ন্যূনতম শুল্ক ছিল ১০ শতাংশ। বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছিল ৩৭ শতাংশ।
যদিও বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ট্রাম্প ১০ শতাংশ রেখে বাকি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন। এর আগে বিভিন্ন দেশে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আলোচনা ও মার্কিন পণ্য আমদানি বাড়াতে পদক্ষেপ নেয়ার আশ্বাস য়য়া হয়। ট্রাম্প যেসব দেশে যুক্তরাষ্ট্রের পণ্যের রফতানি কম, আমদানি বেশি, সেসব দেশের ওপর বেশি শুল্ক আরোপ করেছিলেন।
আরও পড়ুন: