বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

রাজধানীর রামপুরায় তরুণীকে মারধরের ঘটনায় দুইজন পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ২০:৩৩

শেয়ার

রাজধানীর রামপুরায় তরুণীকে মারধরের ঘটনায় দুইজন পুলিশ হেফাজতে
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে রয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য আটক দুইজন হলেন, আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ‘রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের দুইজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।’

ওই দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ‘ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায়ই এসে ডিস্টার্ব করতো।’

আটক দুইজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন বলেও উল্লেখ করেন ওসি।

ওসি বলেন, ‘আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

banner close
banner close