বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪২ জন : বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫ ১০:০৩

শেয়ার

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪২ জন : বিআরটিএ
মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪২ জন।

বিদায়ী মার্চ মাসে সারাদেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৪২ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৪৪৭ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীনের গত ১০ এপ্রিল স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি অনলাইনে প্রকাশ করা হয় ১৩ এপ্রিল। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এর মধ্যে ঢাকা বিভাগে ১১৮টি দুর্ঘটনায় ১২০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৭২টি দুর্ঘটনায় ৬৫ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৭১টি দুর্ঘটনায় ৭২ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ২২টি, বাস/মিনিবাস ৭৪টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৫৫টি, পিকআপ ৩৪টি, মাইক্রোবাস ৬টি, অ্যাম্বুলেন্স ৪টি, মোটরসাইকেল ১৭৬টি, ভ্যান ২৫টি, ট্রাক্টর ১৮টি, ইজিবাইক ২৩টি, ব্যাটারিচালিত রিকশা ২১টি, অটোরিকশা ৪০টি ও অন্যান্য যান ১৩২টিসহ সর্বমোট ৭৩০টি যানবাহন রয়েছে।

এসবের মধ্যে মোটরকার দুর্ঘটনায়/জিপ ১ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ২০ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩৮ জন, পিকাপ দুর্ঘটনায় ১৮ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন, ভ্যান দুর্ঘটনায় ১৪ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৮ জন, ইজিবাইক দুর্ঘটনায় ২১ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২০ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৯ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১০১ জনসহ সর্বমোট ৪৪২ জন নিহত হয়।

 

banner close
banner close