
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক কার্যক্রম ও উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছেন সামরিক বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দলের সদস্যদের নিয়ে চট্টগ্রাম পৌঁছায়।
মিয়ানমার থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে গত ৩০ মার্চের পর বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ৫৫ সদস্যের উদ্ধারকারী দল যায় মিয়ানমারে। বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ মেডিকেল টিম চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এ সময় ৮৮৫ জনকে চিকিৎসা দিয়েছেন।
মিয়ানমারে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরসহ সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে ধন্যবাদ জানান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
সেনা ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ ছাড়াও মিয়ানমার সরকারের অনুরোধে বাংলাদেশের পক্ষ থেকে ১৫১ দশমিক ৫ মেট্রিক টন মানবিক সহায়তা দেশটিতে পৌঁছে দিয়েছেন। যার মধ্যে খাদ্য, ওষুধ, তাঁবু, পানীয় জল, কম্বল, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
আরও পড়ুন: