শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

৩২ কোটি টাকা লোপাটের অভিযোগে বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ০৬:৫০

শেয়ার

৩২ কোটি টাকা লোপাটের অভিযোগে বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে পতিত শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বেনজীর আহমেদের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি লে. কর্নেল (অব.) তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকার আশুলিয়ায় অবস্থিত ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত ‘বিগত সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বর্তমান সভাপতি নাসির উদ্দীন মাহমুদ।

সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ বলেন, ‘গত ১০ বছর বেনজীর আহমেদ নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদ দখল করে রেখেছিল। এ সময়জুড়ে তার স্বাক্ষরিত কাগজপত্রে আমরা ৩২ কোটি টাকা লোপাটের অনিয়ম পেয়েছি।’ বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার জন্য একটি অডিট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনের সদস্যপদ বাতিল ও বহিষ্কারের বিষয়ে নাসির মাহমুদ বলেন, তার সদস্যপদটিই ভুয়া ছিল। ৫ আগস্টের পর সে নিজ থেকে পদত্যাগ করেছে। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মে তারও স্বাক্ষর ছিল।
 
এছার, বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ক্লাবের অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান ক্লাব সভাপতি নাসির মাহমুদ।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক নকিব সরকার অপু, কোষাধ্যক্ষ জেসমুল হুদা মেহেদি, সম্পদ ব্যবস্থাপনা পরিচালক আসমা আজিজ, নির্বাহী সদস্য একেএম আইয়াজ আলী খোকন, আলিম আল কাজী, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এমএ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবিরসহ ২০২৪-২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যগণ।

banner close
banner close