
ফাইল ছবি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম।
সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন প্রেস সচিব নিজেই।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোষ্ট দেন প্রেস সচিব শফিকুল আলম।
পোস্টে তিনি লিখেছেন, ‘গত নয় মাসে আমি অর্জন করেছি এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।’
আরও পড়ুন: