
আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা আপিল বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চ দুটির তথ্য তুলে ধরা হয়েছে।
এতে দেখা যায়, প্রধান বিচারপতির এজলাসে প্রথম বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।
দুই নম্বর বেঞ্চে রয়েছেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
এর আগে ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়। তারা হলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
আরও পড়ুন: